
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হাকিম গুরুদাসপুরে তরুণদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার নাজিরপুর সিনিয়র আলিম মাদরাসা মাঠে ‘তরুণদের চোখে আগামীর গুরুদাসপুর’ শীর্ষক সম্মুখ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
ডা. রাশিদুল ইসলাম ও মনজুরুল আলমের সঞ্চালনায় উপস্থিত তরুণ ও শিক্ষার্থীরা পর্যায়ক্রমে উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সমস্যা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং তরুণদের প্রত্যাশা নিয়ে এমপি প্রার্থীর কাছে প্রশ্ন রাখেন। তরুণদের প্রশ্ন ছিল কর্মসংস্থান, রাস্তাঘাট উন্নয়ন, মাদকের বিস্তার রোধ, দক্ষতা উন্নয়ন, নারীদের নিরাপত্তা, সরকারি সেবায় হয়রানিমুক্ত, চাকুরী ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ সহ নানা ধরনের প্রশ্ন করা হয়।
গুরুত্বপূর্ণ এসব প্রশ্নের জবাবে মাওলানা আব্দুল হাকিম প্রতিশ্রুতি দিয়ে বলেন, “দুর্নীতিমুক্ত গুরুদাসপুর-বড়াইগ্রাম গঠনে সচেষ্ট থাকবো। তরুণদের সঙ্গে নিয়ে উন্নয়নের প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, উন্নয়ন প্রক্রিয়ার মূল শক্তিই হলো তরুণরা। তাই পড়াশোনা শেষে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, বিদেশে চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা, রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন সরকারি সেবা পাওয়ায় সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
রিতা রানীর এক প্রশ্নের উত্তরে আব্দুল হাকিম বলেন, চাকরি ক্ষেত্রে মেধার মূল্যায়ন করা হবে। ধর্মের ভিত্তিতে কাউকে বঞ্চিত করা কখনোই হবে না। হিন্দু,মুসলিম, খ্রিষ্টান সবার সমান অধিকার নিশ্চিত করা হবে।
আলোচনায় অংশ নেওয়া তরুণরা আশা প্রকাশ করেন, আগামীর গুরুদাসপুর হবে স্বচ্ছ, মাদকমুক্ত, উন্নয়নমুখী—যেখানে তরুণরাই হবে পরিবর্তনের প্রধান চালিকা শক্তি।




































