
স্টাফ রিপোর্টার:
মধ্যনগরের চাপাইতি বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল। কণ্ঠে কেঁপে ওঠা আবেগ,চোখে অশ্রু তিনি দেশবাসীর কাছে প্রার্থনা করতে করতে বললেন,
“মা,আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন,তিনি এ দেশের গণতন্ত্রের বাতিঘর।আপনার অসুস্থতায় আমাদের হৃদয় থমকে গেছে।হে আল্লাহ আমাদের মাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।তাকে ফিরিয়ে দিন,যেন আবার তার আলো আমাদের পথ আলোকিত করে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সাইদুর আলম,সঞ্চালনা করেন মধ্যনগর উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান। উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন আহবায়ক সাইদুল কিবরিয়া,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন সদস্য সচিব শামীম আহমদ,বড়দল উত্তর ইউনিয়ন সাধারণ সম্পাদক এনাম তালুকদার, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলীম,মধ্যনগর সদর ইউনিয়ন সহ-সভাপতি বিল্লাল, জেলা যুবদলের দপ্তর সম্পাদক সামরুল ইসলাম,তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল,সদস্য সচিব আসাদুজ্জামান মোন্না, তাহিরপুর উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলমসহ অসংখ্য নেতা ও কর্মী।
দোয়া ও মোনাজাতের মুহূর্তে পুরো প্রাঙ্গণ কান্না আর ‘আমিন’ ধ্বনিতে ভারী হয়ে ওঠে। উপস্থিত সকলের চোখে অশ্রু,কণ্ঠে বুকফাটানো আর্তনাদ হে আল্লাহ! আমাদের মা কে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। তার অসুস্থতা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
মধ্যনগরের আকাশ যেন সেই মুহূর্তে প্রার্থনার শব্দে কেঁপে উঠল।এক নেত্রীর অসুস্থতায় গোটা এলাকার হৃদয় থমকে গেছে; বুকভরা আর্তনাদ আর চোখের জল দিয়ে প্রমাণ হয়ে গেল—মা যখন অসুস্থ, তখন তার প্রতি মানুষের ভালোবাসা সীমাহীন।





























