শিরোনাম
পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা প্রফেসর ইউনুসের সরকারের সময় দেশে সুবিচার কায়েম শুরু হয়েছে - মেজর হাফিজ জামালগঞ্জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন পত্নীতলায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমোহনে বাস চাপায় মা-ছেলেসহ নিহত-৩ মুরাদনগরে সরকারি গুদামে চুরি করতে গিয়ে ৩ চোর আটক দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদ সদস্য প্রার্থী জাকিরের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে মুক্তিযোদ্ধাদের থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সাবেক কমান্ডার হাকিমের বিরুদ্ধে
মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬

নির্দেশনা কতটা মানছে বেসরকারি হাসপাতালগুলো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
# নিবন্ধন নম্বর ও মেয়াদসহ প্রবেশপথে টানাতে হবে লাইসেন্স# তথ্য কর্মকর্তার ছবি ও নম্বর টানানো বাধ্যতামূলক# নির্দেশনা মানা না হলে কঠোর ব্যবস্থা

স্বাধীনতার পর থেকে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। দেশের প্রায় ৬০ শতাংশ মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। চিকিৎসাসেবা দিয়ে অনেক বেসরকারি হাসপাতাল যেমন সুনাম কুড়িয়েছে বিপরীতে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুল চিকিৎসাসহ নানা অভিযোগও আছে। স্বাস্থ্য অধিদফতর এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ছোটবড় সব ধরনের হাসপাতালেই নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযানে ইচ্ছেমতো ফি আদায়, নিবন্ধন না থাকাসহ নানা কারণে অনেক হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনেস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের অন্তত ১২০০ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান নিবন্ধনের বাইরে রয়েছে। এ অবস্থায় বেসরকারি স্বাস্থ্যখাতে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। গত ২২ ফেব্রুয়ারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ১০ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


অফিস আদেশে হাসপাতালের নিবন্ধন ও সেবার পরিধি নিশ্চিতে প্রবেশপথে মেয়াদকালসহ লাইসেন্সের কপি প্রদর্শন, জনসংযোগ কর্মকর্তা নিয়োগ নিশ্চিতসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। আর এসব নির্দেশনা না মানা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।


তবে এটিই প্রথম উদ্যোগ নয়। এর আগেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্দেশনা জারিসহ একাধিকবার কঠোর ব্যবস্থা নেওয়া কথা বলেছিলেন। যদিও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন লক্ষ্য করা যায়নি। ফলে এবার 'অফিস আদেশ' আকারে নির্দেশনা জারি করা হয়েছে। এমন প্রেক্ষিতে নতুন নির্দেশনা বাস্তবায়নে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো কতটা উদ্যোগী হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। একইসঙ্গে নির্দেশনা বাস্তবায়নে স্বাস্থ্য কর্তৃপক্ষ কতটা সোচ্চার হবে এবং এটি মানতে প্রতিষ্ঠানগুলো কেন অনিচ্ছুক তা নির্ণয়ে উদ্যোগ নেওয়া নিয়েও নানা প্রশ্ন রয়েছে।


বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো নতুন নির্দেশনা মানছে কী?


স্বাস্থ্য অধিদফতরের ১০ দফা নির্দেশনার প্রথম দফায় বলা হয়েছে, বেসরকারি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্সের কপি প্রতিষ্ঠানের মূল প্রবেশ পথের সামনে দৃশ্যমান স্থানে স্থায়ীভাবে প্রদর্শন করতে হবে।


দ্বিতীয় দফায় বলা হয়েছে সকল বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের তথ্য সরবরাহের জন্য একজন তথ্য কর্মকর্তা নিয়োগ এবং তার ছবি ও মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে প্রদর্শন করা।


দশটি নির্দেশনার মধ্যে এই দুটি নির্দেশনা মানা হচ্ছে কি না কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ অবগত কি না তা দেখতে শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর একাধিক হাসপাতালে সরজমিন ঘুরেছেন এই প্রতিবেদক।


রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি প্রবেশপথ রয়েছে। তবে সরেজমিনে হাসপাতালটির কোনো গেটেই মেয়াদকালসহ লাইসেন্স ঝুলিয়ে রাখতে দেখা যায়নি।


একই অবস্থা মগবাজারের রাশমনো পলিক্লিনিক প্রাইভেট লিমিটেডেও। প্রতিষ্ঠানটির প্রবেশ পথে একাধিক চিকিৎসকের পরিচয়, ডিগ্রিসহ বিভিন্ন তথ্য প্রদর্শন করা হলেও লাইসেন্স নজরে পড়েনি। যদিও প্রতিষ্ঠানটির মূল প্রবেশপথের পাশের দেয়ালে সিটি করপোরেশনের কাগজ লাগানো রয়েছে। এমনকি হাসপাতালের রিসিপশনেও এ সংক্রান্ত কোনো কাগজ প্রদর্শন করা হয়নি।


অপরদিকে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপালের প্রবেশপথে জনসচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা, ময়লা ফেলা সংক্রান্ত সিটি করপোরেশনের নির্দেশনা থাকলেও লাইসেন্স নজরে পড়েনি। হাসপাতালটির রিসিপশনে হাসপাতালের প্রাপ্ত বিভিন্ন স্বীকৃতি প্রদর্শন করা হয়েছে। তনে লাইসেন্স সংক্রান্ত কোনো কিছু ছিল না।


যা বলছে প্রতিষ্ঠানগুলো?


নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে আদ-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা ইকবাল হাসান রুদ্র  বলেন, গতকাল বিকেলে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আদেশটি পেয়েছি। তবে আজ শুক্রবার হওয়ায় টানিয়ে দেওয়া হয়নি। দ্রুতই এটি বাস্তবায়ন করা হবে।


রাশমনো পলিক্লিনিকে জনসংযোগ কর্মকর্তা আছে দাবি করা হলেও শুক্রবারের কারণে তিনি আসেননি বলে জানিয়েছেন রিসিপশনের দায়িত্বরতরা। এ বিষয়ে তাদের জানা নেই বলে জানান।


নির্দেশনা বাস্তবায়নে কতটা উদ্যোগী দায়িত্বশীলরা


সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২০২২ সালের ২২ সেপ্টেম্বর লাইসেন্স গ্রহণের তারিখ মেয়াদসহ প্রদর্শন করার নির্দেশনা দিয়েছিলেন। তবে এর বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি মাত্র নির্দেশনা দিয়েছে। আগে নির্দেশনা দেওয়ার পরেও কেন তা বাস্তবায়ন করা হয়নি, তা খতিয়ে দেখতে হবে। আমি এই বিষয়গুলো দেখব। যদি প্রোপার লাইসেন্স থাকে তাহলে কেন তারা প্রদর্শন করবে না? এটা অবশ্যই প্রদর্শন করতে হবে। মাত্র তো নির্দেশনা দিলাম, দু-একদিন পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি খতিয়ে দেখা হবে। আগামী রোববার মন্ত্রণালয়ের আপডেট জানানো হবে।


নির্দেশনা না মানার বিষয়ে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া  বলেন, যাদের লাইসেন্স আছে তারা সবাই আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত। নতুন যে নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা সকলকে জানিয়েছি। আমরা সবাইকে জানাতে পারি ও এটি করতে বলতে পারি। কে মানলো বা মানলো না তা আমাদের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। যে নির্দেশনা দেওয়া হয় তা আমরা সবাইকে পৌঁছে দেই। গতকাল যে নির্দেশনা দেওয়া হয়েছে তাও আমরা সবার কাছে পৌঁছে দিয়েছি। আশা করি সবাই তা মেনে চলবে।


অধ্যাপক ডা. মনিরুজ্জামান বলেন, ‘আমরা তো কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ না। আমরা মোটিভেটেড করতে পারি। যাদের লাইসেন্স আছে তারা সবাই এটা প্রদর্শন করে, যাদের নেই তারাই হয়তো করছে না। যাদের আছে তাদের এটা গৌরবের সঙ্গে করা উচিত। আমাদের অ্যাসোসিয়াশনের পক্ষ থেকে সরকারের সকল নির্দেশনা ও নিয়ম বাস্তবায়নে সহায়তা করা হয়।’


ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, যারা মানে না, এটা তাদের দায়। বেসরকারি ক্ষেত্রে ৬০ ভাগ সেবা বেসরকারিক খাত দেয়। আমরা মানুষের আস্থার স্থানটি ধরে রাখতে চাই। যাদের জন্য এ খাত নিয়ে প্রশ্ন উঠছে, যারা দৃষ্টিকটু কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেই আমি মনে করি।


আরও খবর




ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ কর্মী

ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারিসহ ৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মা, মেয়েসহ নিহত-৩

বাগাতিপাড়ায় আ’লীগ নেতার দখলে ভ্যানচালকের একমাত্র রাস্তা, ৯৯৯-এ অভিযোগেও মিলেনি সেবা

উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুতুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য বিএনপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব মানুষ ব্যালটের মাধ্যমেই দেবে : ব্যারিস্টার পুতুল

পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা

প্রফেসর ইউনুসের সরকারের সময় দেশে সুবিচার কায়েম শুরু হয়েছে - মেজর হাফিজ

জামালগঞ্জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

পত্নীতলায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে বাস চাপায় মা-ছেলেসহ নিহত-৩

মুরাদনগরে সরকারি গুদামে চুরি করতে গিয়ে ৩ চোর আটক

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদ সদস্য প্রার্থী জাকিরের সাংবাদিকদের সাথে মতবিনিময়

কালিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

খালেদা জিয়া মারা গেছেন

জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শোক

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

সিরাজগঞ্জ–৩ আসনে ১২ দলীয় জোটের চূড়ান্ত এমপি প্রার্থী ড. আব্দুস সামাদ

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন


এই সম্পর্কিত আরও খবর

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান

ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন: সিইসি

গ্যাস ও এলপিজি সংকটে জনজীবন বিপর্যস্ত

বাইকে কর্মসংস্থান হাজারো তরুণের

রাজনীতিকে ‘সারভাইভাল ম্যানিফেস্টো’র পথে হাঁটার আহ্বান ড. কামরুজ্জামানের

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান সুজনের

ঢাকায় অপ্রতিরোধ্য অটোরিকশা, কিলোমিটারপ্রতি ভাড়া বিমানের চেয়েও বেশি

নির্বাচন ঘিরে বডি ক্যামেরা সংকট; দায়িত্বে থেকেও বন্ধ অনেকের ক্যামেরা