
গাজীপুর জেলা প্রতিনিধি:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ
মুক্তি কামনায় নির্বাচনী পথসভায় দোয়া চাইলেন গাজীপুর-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মো: মজিবুর রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর ১ নং গেটের সামনে পথসভায় বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়ার জন্য এ দোয়া প্রার্থনা করেন।
পথসভায় বিএনপি প্রার্থী মজিবুর রহমান বলেন, বিগত ৩৫ বছর ধরে আমরা গাজীপুর -১ আসন বিএনপিকে উপহার দিতে পারিনাই। আমি আশা করবো আগামী নির্বাচনে কোনাবাড়ী থানা বিএনপির সকল নেতৃত্ববৃন্দ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করবে।
তিনি আরও বলেন,আগামী রোববার কোনাবাড়ী ৬ টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি পাড়া মহল্লায় যেতে চাই। আশা করছি সকল ভেদাভেদ ভুলে কাঁদে কাঁদ রেখে ব্যক্তি মজিবুরকে নয় ধানের
শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে।
পথসভায় কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় এ সময় কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মোঃ ফরহাদ হোসেন,কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি, যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি খলিলুর রহমান খলিলসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর,চন্দ্রা পল্লী বিদ্যুৎ এবং কালিয়াকৈর
বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।
এসময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী পথসভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ গাজীপুর-১ আসনটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৯ টি ইউনিয়ন একটি
পৌরসভা ও গাজীপুর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ নং ওয়ার্ড পর্যন্ত ৬ টি ওয়ার্ড নিয়ে গঠিত। গাজীপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা
৪ লাখ ৭৫ হাজর ২৭৪ জন। কালিয়াকৈর উপজেলা জেলায় পরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৯৬২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৬৮৯ জন। কোনাবাড়ী ৬ টি ওয়ার্ডে পুরুষ ভোটার সংখ্যা ৫২ হাজার ২৭৯ জন
এবং মহিলা ভোটার সংখ্যা ৫১ হাজার ৩৩৮ জন।
এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন।





























