
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় বুড়ইল বাজার সংলগ্ন বিশাল মাঠে বুড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। সমাবেশ সঞ্চালনা করেন বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন,এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি। ধানের শীষে ভোট দিয়ে জনগণ আবারও তাদের হারানো অধিকার ফিরিয়ে নেবে। তিনি আরও বলেন, নন্দীগ্রামের মানুষ ঐতিহ্যগতভাবে গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে এই জনসমাগম প্রমাণ করে এই এলাকার মানুষ পরিবর্তন চায়, মুক্তভাবে ভোট দিতে চায়। বিএনপি কখনো পালিয়ে যায়নি, জনগণের পাশে থেকেই আন্দোলন করেছে। আজকের এই জনসমাগম তারই প্রমাণ।সমাবেশে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী।পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, ১নং ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শামছুর রহমান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা মহিলাদলের সভাপতি রেশমা আরা সাথী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও সমাবেশে বুড়ইল ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।




























