
ইসরাফিল ইসলাম
মান্দা প্রতিনিধি
নওগাঁ মহাদেবপুর আজ ৩১শে জানুয়ারি ভোর অনুমানিক ০৪.৩০ ঘটিকায় মহাদেবপুর থানাধীন এনায়েতপুর ইউনিয়নে পাটকাটি গ্রামে শিবপুর মোড়ে মহাদেবপুর টু নজিপুর যাওয়ার পথে ড্রাম ট্রাক যাহার রেজি নং রংপুর মেট্রো ট-১১০০০৪ দুইটি চার্জার ভ্যান কাঁচা হলুদ ও বেগুন ভর্তি মহাদেবপুর হাটে যাচ্ছিল ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন অজ্ঞাত ব্যক্তি মারা যায় ২ টি ভ্যানে মোট ০৬জন ছিলো স্থানীয় লোকজন তাদের অন্য ৪ জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ৩ জন মারা যায়।মোট ০৫ জন অজ্ঞাত ব্যক্তি মারা যায়। ১ জন ভ্যান চালক সুস্থ আছে। মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে আছে।
ভিকটিম
হতাহতের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




























