
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে সশরীরে মনোনয়ন পত্র দাখিল করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, জয়নুল আবদিন ফারুক, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কাজী মোহাম্মদ মফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা খলিলুর রহমান, জেএসডি প্রার্থী মোশারফ হোসেন মন্টু, স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
আজ ২৯ ডিসেম্বর ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী মো. শাহাদাৎ হোসেন, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (ফারুক), বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা তোফাজ্জল হোসেন।





























