
অমর একুশে বইমেলা ২০২৫ এ নতুন সংষ্করণে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ানের প্রথম উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবে না’। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।
বইটি প্রকাশ করছে বইমই প্রকাশনী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। বইটি রকমারি ডটকমসহ বইমই প্রকাশনী এর ১৪৭ নং স্টলে পাওয়া যাবে।
নতুন সম্পর্কে শফিক রিয়ান জানান, আমি মনে করি, উপন্যাসটি সবার পড়া উচিত। বিশেষ করে যারা নারী অধিকার, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। তাদের জন্য ‘আজ রাতে চাঁদ উঠবে না’ বইটি অপরিহার্য।







































