
ইসরাফিল ইসলাম
মান্দা প্রতিনিধি।
নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নে বাংলাদেশ মঞ্জিলতলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মঞ্জিলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন,
“সারাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। শেরপুর জেলায় জামায়াতের সেক্রেটারিকে শহীদ করা হয়েছে। তারা হাট-বাজার, খাল-বিল, বালুমহল ও জলমহল দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আদিবাসী জনগোষ্ঠীর জন্য আলাদা স্কুল স্থাপন করা হবে এবং তারা মায়ের কোলের মতো নিরাপদ জীবনযাপন করতে পারবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, এনসিপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ এবং খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, মাস্টার রফিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিনসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন প্রসাদপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মোতাহার হোসেন।
বক্তারা আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।




























