
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে
পত্নীতলায় বিক্ষোভ মিছিল করেছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখা।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে পত্নীতলা সদর নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর প্রদিক্ষন করে পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেন সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সদস্য ও সমর্থকরা প্রমূখ
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার
এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারা বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষা করা হবে।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানএকই সঙ্গে প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।





























