
শাহিন মিয়া অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
অষ্টগ্রাম থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোহেব খান। যোগদানের পর থেকেই তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
অপরাধ দমনে কঠোর অবস্থান মুহাম্মদ সোহেব খাঁনের নেতৃত্বে অষ্টগ্রাম থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে তিনি 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। নিয়মিত অভিযানে গত কয়েক মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে।
জনবান্ধব পুলিশিং সাধারণ মানুষ যাতে থানায় এসে কোনো হয়রানি ছাড়া অভিযোগ জানাতে পারে, সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ওসি মুহাম্মদ সোহেব খাঁন জানান
"পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু। আমরা চাই অষ্টগ্রামে প্রতিটি মানুষ যেন নির্ভয়ে জীবনযাপন করতে পারে। অপরাধীদের জন্য অষ্টগ্রাম হবে দুর্ভেদ্য দুর্গ, আর সাধারণ মানুষের জন্য হবে আস্থার জায়গা।"
আইন-শৃঙ্খলা বজায় রাখতে তিনি বিভিন্ন ইউনিয়নে গ্রাম পুলিশ কার্যক্রমকে আরও গতিশীল করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে নিয়মিত মতবিনিময় সভা করবেন, যাতে সামাজিক অপরাধ ও সাইবার ক্রাইম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা যায়।
স্থানীয়দের অভিমত এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুহাম্মদ সোহেব খান থানায় যোগ দেওয়ার পর থেকে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরে এসেছে। অষ্টগ্রাম থানায় যোগদানের পরই তাকে সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করতে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বোধ তৈরি করেছে।
অষ্টগ্রাম থানার এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে আগামীতে এই এলাকাটি একটি আদর্শ ও নিরাপদ জনপদে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





























