
জাহিদ হাসান মুক্তার পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: উপজেলা চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন ।
সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে তিনি এই পদত্যাগ পত্র জমা দেন । এমদাদুল হক ঝুটন ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জানা যায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে চান তিনি। এজন্য এরই মধ্যে প্রচার- প্রচারণায়ও নেমেছেন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগ পত্র গ্রহণ করে শূন্য পদ ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য যে ২১ মার্চ নির্বাচন কমিশন প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।





























