
পাকুন্দিয়ায় জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে দর্শকদের ঢল/
টাইব্রেকারের উত্তেজনায় কাঁপলো মাঠ, ফাইনালে বোয়ালিয়া ফুটবল একাডেমি
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্ণামেন্টে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার বিকেলে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে কটিয়াদী বোয়ালিয়া ফুটবল একাডেমী ও হোসেনপুর এসআরডি খলিল ফুটবল একাডেমীর মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য থাকলে টাইব্রেকারে ৩-২ গোলে জয় পেয়ে ফাইনালে ওঠে বোয়ালিয়া ফুটবল একাডেমী।
খেলা উপভোগ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আহমেদ ফারুক খোকন।
সবুজ বাংলা স্পোর্টস একাডেমীর আয়োজনে ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগেই মাঠে জড়ো হন হাজারো দর্শক। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ মাঠ, গাছ ও আশপাশের ছাদে বসে খেলা উপভোগ করেন। আয়োজকরা জানান, গত ৩০ অক্টোবর শুরু হওয়া এই টুর্ণামেন্টে ১৬টি দল অংশ নিয়েছে এবং ফাইনাল খেলায় আরও বড় জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে।





























