
পিরোজপুর প্রতিনিধি:
৮ ডিসেম্বর, ২০২৫: ১৯৭১ সালের ৮ই ডিসেম্বর, পাকিস্তানি দখলদার পাক হানাদার বাহিনী, রাজাকার ও আলবদরদের হাত থেকে পিরোজপুর মুক্ত হয়েছিল। পিরোজপুরের ইতিহাসে এই বিশেষ স্মরণীয় দিনটি (মুক্ত দিবস-২০২৫) আজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয় শহীদ ভাগিরথী চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের প্রতি গভীর সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই দিনে ঘরে ঘরে আবারও লাল সবুজের বিজয় পতাকা উড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।





























