
এম এ নকিব নাছরুল্লাহ্,পিরোজপুর:-
পিরোজপুর জেলার সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা প্রেসক্লাব পিরোজপুরের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এই সাক্ষাৎকালে পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও উপদেশ প্রদান করেন।
সোমবার সকাল ১১ ঘটিকায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি, পিরোজপুর মুক্ত বার্তার সম্পাদক, এস এম সোহেল বিল্লাহ কাজল সাধারণ সম্পাদক,এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার, দপ্তর সম্পাদক,এম এ নকিব নাছরুল্লাহ্ সহ অন্যান্য নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় জেলা প্রেসক্লাব পিরোজপুরের নেতৃবৃন্দ নবাগত এসপি মহোদয়কে জেলার সামাজিক ও পেশাগত সমস্যাদি সম্পর্কে অবহিত করেন। জবাবে পুলিশ সুপার মহোদয় তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মীদের ইতিবাচক ভূমিকা আশা করেন।





























