
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম সাথে পঞ্চগড় প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর রবিবার দুপুর ২ টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মানুষের বাকস্বাধীনতা একমাত্র মিডিয়ার মাধ্যমেই রক্ষা করা সম্ভব।
তিনি আরও বলেন, পঞ্চগড়ের মানুষের সেবা করাই আমার প্রথম কাজ। মাদক সব অপরাধের মূল উৎস। তাই যেকোনো মূল্যে সমাজকে মাদকমুক্ত করতে হবে। এসময় যানজট, মাদকমুক্ত করতে ও বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস)ফরহাদ হোসেন,পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন , সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২৯ নভেম্বর রবিউল ইসলাম পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।




































