
ইসমাইল হোসেন, পোরশা নওগাঁ
৫৫ তম মহান বিজয় দিবস আজ শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), কর্মকর্তাগণ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা সহ বিশিষ্ট জনের শ্রদ্ধা।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সকালে সূর্যোদয়ের সাথে সাথে একাত্তরে শহীদ বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা জানানোর পর, কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা এ সময় পোরশা থানা পুলিশের এক চৌকস দল বিউগলে করুন সুর বাজিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
মহান বিজয় দিবসে পুলিশের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট করা হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য এবং উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনে উত্তোলন করা হয় লাল সবুজের জাতীয় পতাকা।
উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিকভাবে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতীয় সংগীত বাজিয়ে উত্তোলন করেন জাতীয় পতাকা।
দিনটি ছাত্র-ছাত্রী, কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনগণের সমন্বয়ে আয়োজন করা হয় এক ক্রিড়া অনুষ্ঠান।
এই মহান দিবস উপলক্ষে হাসপাতাল সরকারি বেসরকারি শিশু সদন ও এতিমখানায় পরিবেশন করা হয় উপজেলা পরিষদ কর্তৃক উন্নতমানের খাবার।
তাছাড়া উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযুদ্ধদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
পরিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।







































