
পোরশা নওগাঁ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রবিবার (৭ ডিসেম্বর) বাদ আছর পোরশা থানার সারাইগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয।
এ সময় ৪৬ নওগাঁ ১ আসনের বিএনপির ৩ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী সবার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আজহার আলী, ওলামা পরিষদের জেলা আহ্বায়ক মাওলানা সেকেন্দার আলী, আব্দুল গণি অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব শফিউদ্দিন মন্ডল সহ উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থক ও সর্বস্তরের মানুষ শেষে বেগম জিয়ার সুস্থতা কামনা করে সকলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন।





























