
স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হলেন স্যুইডেন প্রবাসী বিএনপি নেতা ও সাবেক জনপ্রিয় ফুটবলার মাহবুব আলম। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে তিনি নিজ জন্মস্থান মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামে পৌঁছালে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব আলমকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীরা মিছিল,শ্লোগান ও ফুলেল শুভেচ্ছায় রাস্তাজুড়ে ভিড় করেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে কর্মী–সমর্থকদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস ও আবেগের মিশেল।
স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম,সাধারণ সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেল,ইউনিয়ন যুবদলের সভাপতি এমারুল হক শান্ত,বিএনপি নেতা আবুল কাশেম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক গুলেনুর মিয়া,৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন,যুবদল নেতা শামীম আহমদ,যুবদল নেতা ইলিয়াস মিয়া,যুবদল নেতা নাঈম আহমদ,এছাড়াও ইউনিয়ন বিএনপি–যুবদল–ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজ গ্রামে ফিরে মানুষের উচ্ছ্বাস দেখে আবেগাপ্লুত মাহবুব আলম বলেন,দলীয় সহযোদ্ধা ও গ্রামের মানুষের এই ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।আমি আপনাদের সাথে নিয়ে এলাকাবাসীর উন্নয়ন ও দলের সংগঠনগত শক্তি বাড়াতে আগামীতেও কাজ চালিয়ে যেতে চাই।





























