
নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘নিউজিল্যান্ড নর্থ-বেঙ্গল সোসাইটি’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) নিউজিল্যান্ডের অকল্যান্ড ডোমেইন পিকনিক স্পটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বনভোজন সম্পন্ন হয়। দিনভর এই আয়োজন উত্তরবঙ্গবাসীর এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছিল।
নিউজিল্যান্ডের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উত্তরবঙ্গের কয়েক শতাধিক প্রবাসী এই বনভোজনে অংশ নেন। প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানটি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল মুখরিত। দিনের শুরুতে উপস্থিত শিশু-কিশোর ও নবীন-প্রবীণদের ঐতিহ্যবাহী সকালের নাস্তায় আপ্যায়ন করা হয়।
সোসাইটির সভাপতি সানাউল এলাহী বাঁধনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন :
সহ-সভাপতি: এমডি হাসান রশিদ আপু
কোষাধ্যক্ষ: মেরিনা খাতুন
সহ-সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম মিল্টন
সাংস্কৃতিক সম্পাদক: আতিকুর রহমান
ধর্ম বিষয়ক সম্পাদক: মাহের নেগার মিম
সদস্য বিষয়ক সম্পাদক: এমডি মিথুন
ক্রীড়া সম্পাদক: সুলতান আরিফ
কার্যনির্বাহী সদস্য: আনামুল হক ও শরিফুল ইসলাম।
বনভোজনে সকল বয়সীদের জন্য ছিল ভিন্ন ভিন্ন খেলাধুলার আয়োজন। মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। দিনশেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকেরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনে নিজেদের শেকড় ও সংস্কৃতিকে ধরে রাখতেই এই উদ্যোগ। আগামীতে আরও বড় পরিসরে উত্তরবঙ্গবাসীকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।






































