
মোঃ রায়হান মাহামুদ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী-৩ (শিবপুর) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা আগামী ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ভোটারদের মন জয় করতে দিন-রাত বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাকের পার্টির প্রার্থী সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান।
নির্বাচনের শুরু থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
সরজমিনে দেখা যায়, গোলাপ ফুল প্রতীকের পক্ষে সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গোলাপ ফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে শিবপুরবাসী আমাকে নির্বাচিত করলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মানবিক উপজেলা গড়ে তুলব ইনশাল্লাহ। বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ গঠন, ক্রীড়া ও ইসলামী সংস্কৃতির চর্চা বৃদ্ধি এবং কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকদের জন্য আধুনিক কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা হবে।”
এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য খাতে সার্বিক উন্নয়ন সাধনের প্রতিশ্রুতি দেন তিনি।




























