
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর মহাপরিচালক (২০২৫-২০২৯) পদে মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাতিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত মেক্সিকান অনাবাসিক রাষ্ট্রদূত মি. ফেদেরিকো সালাস বৈঠকে উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে, পাতিনা শিক্ষা, সংস্কৃতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ দেখিয়েছে যে কীভাবে স্থিতিস্থাপকতা, নীতিগত প্রতিশ্রুতি এবং ন্যায্যতার ওপর মনোযোগ অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারে এবং ইউনেস্কো এই দেশকে কেবল সদস্য হিসেবে নয় বরং প্রকৃত প্রতিশ্রুতির অংশীদার হিসেবে দেখে।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে রামোস পাতিনা বলেন, আপনার নিয়োগ কেবল বাংলাদেশের জন্য নয় বরং স্বচ্ছ, নীতিগত শাসনব্যবস্থায় বিশ্বাসীদের জন্যও আশার আলো বহন করে।
পাতিনার সফর এবং প্রার্থীতাকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। ঝুঁকি অনেক বেশি কিন্তু আমরা জনগণের আস্থা পুনরুদ্ধার এবং তাদের সেবা করে এমন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
অধ্যাপক ইউনূস বলেন, সাম্প্রতিক বিডা বিনিয়োগ শীর্ষ সম্মেলন বিনিয়োগকারীদের আস্থার পরিবর্তনকে চিহ্নিত করেছে। এটি কেবল একটি সম্মেলন ছিল না; এটি একটি সংকেত ছিল যে বাংলাদেশ উন্মুক্ত, সংস্কারমুখী এবং দায়িত্বশীল প্রবৃদ্ধির প্রতি গুরুতর।
উভয়পক্ষই বাংলাদেশ এবং মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে প্রতিফলিত হয়েছে উল্লেখ করে বলেছেন, এই মাইলফলক শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং জলবায়ু স্থিতিস্থাপকতার ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুলে দেয়। বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।







































