
অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি, গল্পকার, শিশুসাহিত্যিক সোহেল বীর-এর নতুন গল্পগ্রন্থ ‘মেঘের রাজ্যে রাজকন্যা’। এটি সোহেল বীরের সপ্তম বই।
চাররঙা প্রচ্ছদ আর দৃষ্টিনন্দন অলংকরণে ভরপুর বইটি প্রকাশ করেছে কিডজ কারাভান প্রকাশনী। বইয়ের গল্পগুলোয় ছোটদের আনন্দের পাশাপাশি রয়েছে শিক্ষণীয় বিষয়ও।
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন।
প্রকাশক জানান, বইটির মলাট মূল্য ২৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় কিডজ কারাভান প্রকাশনীর ৬২৫ নং স্টলে।







































