
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
“চলো একসাথে গড়ি বাংলাদেশ”, “বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই” এই স্লোগান নিযে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌরসভার আয়োজন জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আবদুল মুকিম-এর নেতৃত্বে পদযাত্রাটি নজিপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে বিভিন্ন স্লোগান দেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা নায়েবে আমির এবং ৪৭ নওগাঁ–০২ (পত্নীতলা–ধামুইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান এবং নজিপুর পৌর জামায়াতের আমির মুফাসসিল হক। এছাড়াও উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিজয় দিবস আমাদেরকে অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা দেয় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন




































