
মাহমুদুল হাসান মেহেদী স্টাফ রিপোর্টার
খিলগাঁও থানাধীন ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার খিলগাঁও তিলপা পাড়া মাঠ সংলগ্ন এলাকায়।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাবিব রশিদ হাবিব। হাবিবুর রশিদ হাবিব বলেন খালেদা জিয়া রাজনীতি করতে গিয়ে তার সন্তান আরাফাত রহমানকে হারিয়েছেন এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছেন। তিনি আরো বলেন দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করা উচিত। তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার সুস্থতার মাধ্যমে আমরা যাতে বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাস, বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা, খিলগাঁও থানা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





























