
রাজশাহী নগর ভবনের এনেক্স হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী ছড়া সংসদের ‘ছড়া উৎসব ও গুণিজন সংবর্ধনা’।
গত শুক্রবার দুপুর থেকে রাত অবধি চলা এই বর্ণাঢ্য আয়োজনে দেশের ২২ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
এদের মধ্যে কাব্য সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক তুলে দেওয়া হয় কবি শামীমা নাইসের হাতে।
সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে আয়োজকেরা জানান, কবি শামীমা নাইস দীর্ঘদিন ধরে তার লেখনীর মাধ্যমে বাংলা কবিতাকে সমৃদ্ধ করছেন। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি ও মানবতার কথা বলিষ্ঠভাবে ফুটে ওঠে। ইতিপূর্বেও তিনি কথাসাহিত্য ও কবিতার জন্য বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংগঠন থেকে একাধিক পদক ও সম্মাননা লাভ করেছেন। রাজশাহীর এই আয়োজনে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়াকে কাব্যচর্চায় এক বিশেষ অনুপ্রেরণা হিসেবে দেখছেন উপস্থিত সাহিত্যিকরা।
সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় কবি শামীমা নাইস বলেন, "যেকোনো স্বীকৃতিই কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। রাজশাহী ছড়া সংসদ আমাকে যে সম্মাননা প্রদান করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কবিতা আমার কাছে আত্মার খোরাক। আমি বিশ্বাস করি, সাহিত্যের মধ্য দিয়ে মানুষের বিবেককে জাগ্রত করা সম্ভব। এই অর্জন আমাকে আগামীর পথে আরও নিবিড়ভাবে লিখতে অনুপ্রাণিত করবে।"
অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় সাহিত্যিক ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও লেখকেরা অংশ নেন। ছড়া পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।







































