
রাজশাহীতে ছড়া উৎসব ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে দেশের ২২ জন গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সাহিত্য ও সংস্কৃতিচর্চার এই বর্ণাঢ্য আয়োজন শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে নগর ভবনের এনেক্স হলরুমে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।
এ উপলক্ষে ‘খড়কুটো উৎসব সংখ্যা’ ও ‘রঙ মাখা শব্দের ঢেউ’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থ দুটির পাঠ উন্মোচন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।
রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরউল ইসলাম। তিনি বলেন, “ছড়া উৎসবের মাধ্যমে নতুন লেখক ও পাঠক তৈরি হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণিজনদের যথাযথ সম্মান জানানো সম্ভব হচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, গভ. নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ড. আব্দুর রহমান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং শাপলা গ্রাম-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী।
হাসান আবাবিল সম্পাদিত ‘খড়কুটো উৎসব সংখ্যা’ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আখতার নীনা।
অপরদিকে ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শহীদ সারওয়ার আলো।
অনুষ্ঠানে দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনা-র প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, গীতিকার, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়-কে সাহিত্য সংগঠক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী ছড়া সংসদ সাহিত্য সংগঠক সম্মাননা পদক প্রদান করা হয়।
এছাড়া কবিতায় বিশেষ অবদানের জন্য কবি শামীমা নাইস, কবি মুসতাহসিনা তামান্না মুক্তা, কবি সেলিনা পারভীন রুমা ও ড. শহীদ সারওয়ার আলোকে সম্মাননা প্রদান করা হয়।
ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মানিত হন ছড়াকার আশরাফুল হক পলাশ।
নজরুল গবেষণায় সানারুল ইসলাম বাহার, সংগীতে তুষার মাহমুদ ও মো. আব্দুস সালাম খান, সমাজকর্মে মোহসিন আলী ও হামিমা উম্মে মোরশেদা, পাঠাগার আন্দোলনে বইবন্ধু আমিনুল হক রিন্টু, পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় পারভেজ বাবুল, সাহিত্য ও সম্পাদনায় নাসরীন রহমান, সুলতানা রিজিয়া ও রেবেকা আসাদ, চিকিৎসা সেবায় ফজলুল কবির পাভেল, নারী উদ্যোক্তায় হুমায়রা রহমান মাসুমা, নাট্যশিল্পে হৃদয় রনি, উপস্থাপনায় রজব আলী এবং সাহিত্য সংগঠনে নীরু নীলিমায়কেও সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটিএম ফজলুর করিম,সহ সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক রুদ্র বিশ্বাস,সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সদস্য মোন্নাফ মুন্না সহ অংশগ্রহণকারী কবিগন, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
হলরুমে উপচে পড়া কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।







































