
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
সভায় আরও উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জেহাদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাবেক সভাপতি এম. এ. সবুর রানা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, হুড়কা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হরিপদ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, সড়ক নিরাপত্তা ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিষয়ে আলোচনা করা হয়। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।





























