
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
রামপালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর .) সকাল ৯টায় রামপাল উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মোট ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জন অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজু মোড়ল (৩২), পিতা— অজ্ঞাত, গ্রাম— মানিকনগর, রামপাল।মোবাইল কোর্টে তাকে ১০ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন অভিজিৎ চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি), রামপাল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





























