
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সন্নিকটে মইধারা নদীতে আনুমানিক বিকাল ৫টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা উল্টে অন্তত ১৫–২০ জন আহত হয়। দাকোপ-চালনা ও বাইনতলা থেকে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে ফেরার পথে মোট ৫২ যাত্রীবাহী নৌকাটি ১নং গেট সংলগ্ন ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, কিছু যাত্রী সাঁতার কেটে তীরে উঠলেও কয়েকজন শিশু ও বৃদ্ধ নৌকার নিচে আটকা পড়ে। দুর্ঘটনার শব্দে বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি গার্ডের নজরে এলে দ্রুত কন্ট্রোল রুম, মেডিকেল টিম এবং ফায়ার অ্যান্ড সেফটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
বিদ্যুৎ কেন্দ্রের টিম দ্রুত আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠায়। উপমহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. নোমান জানান, সকল আহতকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে বিপদমুক্ত, তবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানান স্থানীয়রা।





























