
আজিজুল ইসলামঃ
মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশ যখন লাল-সবুজের পতাকায় সেজে ওঠে, তখন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার গাড়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা না থাকায় এলাকায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মূল ভবনসহ কোথাও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অথচ রাষ্ট্রীয় বিধান অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় দিবসে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও দিবসটি পালন করার নিয়ম রয়েছে।
স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা জানান, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে জাতীয় পতাকা না থাকা চরম দায়িত্বহীনতার পরিচয়। শিশুদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার মূল দায়িত্ব যেখানে বিদ্যালয়ের, সেখানে এমন অবহেলা নতুন প্রজন্মের জন্য হতাশাজনক।
এলাকাবাসীর মতে, বিষয়টি শুধু প্রশাসনের দায়িত্বহীনতা নয়, একই সঙ্গে এলাকার সচেতন মহলের উদাসীনতাও প্রশ্নের মুখে ফেলেছে। জাতীয় দিবসের মর্যাদা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতন ভূমিকা জরুরি বলে মনে করছেন তারা।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় দিবস পালনের গুরুত্ব নিয়ে নজরদারি বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে।
মহান বিজয় দিবস কেবল একটি ছুটির দিন নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক এমন দিনে জাতীয় পতাকার অনুপস্থিতি জাতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি ফোন দিচ্ছি।




































