
।
জুয়েল হাওলাদার,শরণখোলা প্রতিনিধি:
শরণখোলার ঐতিহ্যবাহী ছোট হুজুর পীর সাহেবের মাদ্রাসা ও এতিমখানায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জোহর নামাজ শেষে মাদ্রাসা জামে মসজিদে এ বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়েদুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান, শরণখোলা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব আল-আমিন খান সহ মোড়েলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়।
দোয়া শেষে ছোট হুজুর পীর সাহেবের মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন ড. ওবায়েদ ইসলাম। তার এই মানবিক উদ্যোগ উপস্থিত সকলের মধ্যে প্রশংসা কুড়ায়।





























