
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ আসনে (গঙ্গাচড়া উপজেলা ও আংশিক রংপুর সিটি কর্পোরেশন ১-৯ নং ওয়ার্ড) এনসিপি পার্টির মনোনীত প্রার্থী আল মামুনের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে গঙ্গাচড়া নির্বাচন কার্যালয় থেকে এনসিপির গঙ্গাচড়া উপজেলা প্রধান সমন্বয়ক রিফাত চৌধুরীর নেতৃত্বে দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এ মনোনয়ন পত্র সংগ্রহ করে। এসময় এনসিপির কয়েকশ নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নেতা কর্মীগণ জুলাই বিপ্লব পরবর্তী গঠিত ছাত্র - ছাত্রীদের দল এনসিপির মনোনীত প্রার্থী রংপুর জেলার আহবায়ক আল মামুনকে বিজয়ী করে রংপর তথা গঙ্গাচড়ার উন্নয়নে ভূমিকা রাখার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান করেন।





























