
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রোববার (১৯ মে) বিকেল পাঁচটায় চট্টগ্রাম একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর আয়োজনে এই আলোচনা সভায় দশ জন মা-কে মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জনপ্রিয় সাহিত্যিক শাম্মী তুলতুলের মা রাজনীতিবিদ আলহাজ রওশন আখতারকে রত্নাগর্ভা সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী, সংসদ সদস্য দিলোয়ারা ইউসুফ। দিদার আশরাফীর সভাপতিত্বে অন্যান্য অতিথি মধ্যে উপস্থিত ছিলেন ওসমান এহতেসাম, সজল চৌধুরী, ওসমান গণি, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী প্রমুখ।
মরণোত্তর এই সম্মাননা স্মারক গ্রহণ করেন আলহাজ রওশন আখতারের মেয়ে শাম্মী তুলতুল। তিনি চট্টগ্রাম সাংবাদিক সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্মাননা প্রসঙ্গে তুলতুল বলেন, আম্মা বেঁচে থাকলে এই সম্মাননা পেয়ে খুব খুশি হতেন। কারণ তার সন্তানদের তিনি স্ব-শিক্ষা এবং সু-শিক্ষায় দু’ভাবেই মানুষ করতে পেরেছেন বলে তিনি এই রত্নাগর্ভা সম্মাননা পেয়েছেন। তিনি নিজের হাতে নিতে পারলে আরও বেশ ভালো লাগত।
শুভ্র/





























