
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
"বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক" এই আহ্বানে নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি'র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ১৪ বিজিবি'র সদরে স্থানীয় শীতার্ত বিধবা,বৃদ্ধ নারী ও পুরুষ এবং অটিস্টিক,এতিম শিশুসহ দুস্থ ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি এবং সুবেদার মেজর মোঃ লাল মিয়া, বিডিআরএম।
সকাল সন্ধ্যা ঘন কুয়াশা উত্তরের হিমেল হাওয়ায় দেশের উত্তরের জনপদ নওগাঁর পত্নীতলায় বেড়েছে শীতের তীব্রতা। গত কয়েকদিন যাবত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে নওগাঁতে। শীতের প্রকোপে জনজীবন যখন বিপর্যস্ত, বিশেষ করে দুঃস্থ অসহায় শীতার্ত মানুষগুলো শীত নিবারণে হিমশিম খাচ্ছে চরম বেকায়দায় পড়েছেন তারা, এই শীতার্ত মানুষদের উষ্ণ ভালবাসা দিতে পাশে দাড়িয়েছে ১৪ বিজিবি। বিজিবির এমন মহৎ উদ্যোগ স্থানীয় সুধীমহলে প্রশংসিত হচ্ছে।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যে কোন দূর্যোগময় মূহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিব’র এই মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।





























