
স্টাফ রিপোর্টার কনকনে শীত উপেক্ষা করে গভীর রাতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক। শীতবস্ত্র হাতে নিয়ে তিনি নিজেই পৌঁছে যান অসহায়, বয়স্ক ও দুস্থ মানুষের দোরগোড়ায়।হাওরপাড়ের দুর্গম এলাকা ও প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও। আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে সরাসরি মানুষের ঘরে ঘরে পৌঁছানোয় প্রকৃত শীতার্তরাই সহায়তা পাচ্ছেন বলে জানান স্থানীয়রা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে শীতবস্ত্র বিতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। মানবিক এই উদ্যোগে নেটিজেনদের প্রশংসায় ভাসেন ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক। অনেকেই প্রশাসনের এমন মানবিক ও দায়বদ্ধ ভূমিকাকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে মন্তব্য করেন।
এ বিষয়ে ইউএনও বলেন,শীতের রাতে একজন মানুষও যেন কষ্টে না থাকে—এটাই আমাদের চেষ্টা। প্রশাসনের দায়িত্ব শুধু দপ্তরে বসে নয়, মানুষের পাশে দাঁড়ানো।





























