
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক স্যারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
রাষ্ট্রীয় সালাম প্রদানের সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। এ সময় আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মনজুর মোরশেদ, আবু তাহেরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাষ্ট্রীয় মর্যাদায় সালাম ও দোয়ার মাধ্যমে জাতি এই বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।





























