
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক চারটি ফার্মেসির মালিককে মোট এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সেনবাগ সরকারি হাসপাতালের সামনে অবস্থিত মক্কা মেডিকেল হলের মালিক মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা, রাজ্জাক মেডিকেল হলের মালিক আবুল বাশারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সেনবাগ পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন নিউ মেডিসিন কর্নারের মালিক আমিন রসুলকে ৩০ হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউজের মালিক গোলাম রসূলকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে নোয়াখালী জেলা ঔষুধ প্রশাসনের ঔষুধ তত্ত্বাবধায়ক শাহাজালা, সেনবাগ থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স সংক্রান্ত অনিয়ম ও ঔষধ সংরক্ষণে বিধি না মানার অভিযোগে এসব জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।





























