
শেরপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫ টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)। ১০ ডিসেম্বর বুধবার সকালে রাজধানীর বাংলামোটরস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে শেরপুর সদর ১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া।
অন্যদিকে শেরপুর ২ আসনে (নকলা নালিতাবাড়ী) তে মনোনয়ন পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন।
এছাড়া শেরপুর ৩ আসনে (শ্রীবরদী ঝিনাইগাতী) তে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
উল্লেখ্য এনসিপির প্রার্থীতা ঘোষণায় জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ও তরুণ প্রজন্মের নতুন মূখদের প্রাধান্য দেওয়া হয়েছে।
শেরপুর সদর ১ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া গণঅভ্যুত্থানের সময় সম্মুখ সারির নেতা হিসেবে ভূমিকা রাখেন।
এবং বর্তমানে নির্বাচনী প্রচারণায় দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।





























