
মো: ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধিঃ"আমরা আগামী যুগের আদর্শ নারী হবো " শীর্ষক এক নারী আলোচনা সভা শেরপুর পৌর অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারী সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। মূখ্য আলোচক ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্পাদক রুফায়দাহ পন্নী।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগের সভাপতি রহমতউল্লাহ রানা, রোজিনা আক্তার, শেরপুর জেলা শাখার সভাপতি মুমিনুর রহমান পান্না, নারী শাখার সভাপতি নুসরাত জাহান শারমিন সহ হেযবুত তওহীদের নারী কর্মীরা।
মূখ্য আলোচক রুফায়দাহ পন্নী তার বক্তব্যে বলেন, মসজিদ আল্লাহ পাকের ঘর। যারা মসজিদে তালা দেয় তারা কখনও প্রকমত মুমিন হতে পারে না।হেজবুত তওহীদ কখনও মসজিদে তালা দেয় না।
উল্লেখ্য প্রায় ২ শতাধিক নারী এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।





























