
শেরপুরের ঘটনা নির্বাচনের উৎসবের আমেজ ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শেরপুরে হতাহতের ঘটনায় আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেরপুর ঘটনায় আগে বিএনপি উসকানি দেয়। এ সময় প্রশাসনের সহযোগিতা ছিল না বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় জামায়াতসহ নির্বাচনী জোটের নেতাকর্মীরা ৫০ জন আহত হয়েছে বলেও জানান। এই ঘটনা তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া প্রশাসনের একপাক্ষিক আচরণে তীব্র প্রতিবাদ জানানো হয়।
এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান থাকলে দলমত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা এবং নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
































