
শেয়ারবাজারে বিশৃঙ্খলার জন্য বিনিয়োগকারীরা দায়ী নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ২১ ডিসেম্বর) বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে সিরডাপ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘শেয়ারবাজারে বিশৃঙ্খলার জন্য বিনিয়োগকারী নয়, প্লেয়ার আর রেগুলেটরি অথরিটি দায়ী।’
তিনি বলেন, ‘পুঁজিবাজারে দুরাবস্থার জন্য কারসাজিকারীদের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থারও দায় রয়েছে। তথ্য নিয়ে যে অভিযোগ ছিলো, বর্তমানে তথ্যের গুণগতমান আর যথাসময়ে প্রকাশের গুরুত্ব দেয়া হয়েছে। কোনো কারচুপি করা হচ্ছে না।’
এ সময় সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কারের যে উদ্যোগ নেয়া হয়েছে, ভবিষ্যতে আর্থিক খাতের বিশৃঙ্খলা রোধে তা সহায়ক হবে।’







































