শিরোনাম
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬

সহিংসতায় বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া শুরু হবে কবে?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শিক্ষার্থীদের সহিংসতার ঘটনায় একের পর এক বন্ধ হচ্ছে রাজধানীর বিভিন্ন কলেজ। এ পর্যন্ত উচ্চ মাধ্যমিক (কলেজ) স্তরের আটটি প্রতিষ্ঠান এবং একটি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠানে কবে নাগাদ শিক্ষা কার্যক্রম চালু করা যাবে তা সুনির্দিষ্ট করে জানাতে পারছে না প্রতিষ্ঠানগুলো। শিক্ষকরা বলছেন, সহিংসতা বন্ধ করতে না পারলে কবে নাগাদ শিক্ষা কার্যক্রম চালু হবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।


গত কয়েক দিনে সহিংসতা-ভাঙচুরের কারণে বন্ধ করা হয়েছে—ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, দনিয়া কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ। এছাড়া মঙ্গলবার (২৬ নভেম্বর) সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রথম শ্রেণিতে ভর্তির লটারিও স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ ও ২১ নভেম্বর ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা ও সংঘর্ষে বন্ধ হয়ে যায় এই দুই প্রতিষ্ঠান। এর আগে আরও দুই দফা ঢাকা সিটি কলেজ বন্ধ করা হয়েছিল ছাত্রদের বিক্ষোভ এড়াতে।


ভুল চিকিৎসায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২৪ নভেম্বর) ন্যাশনাল মেডিক্যালের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওইদিন রাজধানীর প্রায় ৩৭টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ ও ভাঙচুর করে।



সোমবার (২৫ নভেম্বর) সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলার ‘প্রতিশোধ’ নিতে পরদিন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাল্টা হামলা, ভাঙচুর ও শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এদিন সংঘর্ষের ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন। এসব ঘটনায় বন্ধ হয়ে যায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া কলেজ।


সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের দাবিতে আন্দোলন করে গত ১৮ ও ১৯ নভেম্বর। আন্দোলন চলাকালে রেলপথ ও সড়ক বন্ধ করে দেওয়া হয়। সহিংসতায় আহত হন নারী ও শিশু। আন্দোলনের কারণে বন্ধ ঘোষণা করা হয় কলেজটি।


সর্বশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়। প্রথম শ্রেণিতে ভর্তির লটারিও স্থগিত করে প্রতিষ্ঠানটি। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টা এবং প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন সহিংসতা থামানো হলেও কবে নাগাদ এসব প্রতিষ্ঠান খোলা হবে তার সঠিক তথ্য জানাতে পারছে না প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শুরু হবে পাঠদান।


শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে জানতে চাইলে কবি নজরুল সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা বাইরের ইন্ধনে এগুলো করছে। শিগগিরই ঠিক হয়ে যাবে আশা করি। সরকারি সিদ্ধান্ত ও পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান শিগগিরই খুলে দেওয়া হবে।’


শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও বন্ধে শিক্ষা কার্যক্রম ব্যাহত নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক  উপদেষ্টা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘যেকোনও মূল্যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমমুখী করতে হবে। আর কোনও প্রতিষ্ঠানে যেন সহিংসতা ভাঙচুর না হয় সে ব্যবস্থা নিতে হবে। আইনগত ব্যবস্থা নিতে হবে, দ্রুত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে হবে। সহিংসতা ঠেকাতে সরকারকে কঠোর হতে হবে, তা না হলে শিক্ষা লাইনচ্যূত হয়ে যেতে পারে।’


আরও খবর




ফতুল্লায় আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার

আর বিভাজনের রাজনীতি করতে চাই না: জামায়াত আমির

নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী

ভোটে যত চ্যালেঞ্জ

বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

নির্বাচনি মাঠে প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

নিম্নআয়ের মানুষের ​স্থায়ী পুনর্বাসন করার অঙ্গীকার আমিনুল হকের

এনজিওগুলোর মতো, না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ

গভীর সংকটে বস্ত্রখাত: অদৃশ্য ইশারায় প্রত্যাহার হচ্ছে না বন্ড সুবিধা

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর

প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সায়েম আলী পাঠান

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

খালেদা জিয়া মারা গেছেন

জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শোক

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন


এই সম্পর্কিত আরও খবর

নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী

নির্বাচনি মাঠে প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

নিম্নআয়ের মানুষের ​স্থায়ী পুনর্বাসন করার অঙ্গীকার আমিনুল হকের

এনজিওগুলোর মতো, না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না

নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান