
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পথচারীদের সহায়তায় দুটি শিশুকে উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিভাবকদের খোঁজ না পাওয়ায় বর্তমানে শিশু দুটি সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে রয়েছে।
জানা গেছে, উদ্ধার হওয়া শিশুরা হলো আরাফা (৪), পিতা সুমন (কার্টুন ফ্যাক্টরির কর্মচারী), মাতা শাহনাজ এবং আছিয়া (৪), পিতা ফিরোজ, মাতা রুমা।
শুক্রবার সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী পাকা রাস্তার মাথা, মদীনাবাগ এলাকায় পথচারীরা শিশু দুটিকে পায়।
স্থানীয়রা দীর্ঘ সময় ধরে সম্ভাব্য অভিভাবকদের খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। পরে তারা শিশুদেরকে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, শিশু দুটিকে এখন থানায় নিরাপদে রাখা হয়েছে। তাদের প্রকৃত অভিভাবকদের সন্ধানে আমরা কাজ করছি। কোনো হৃদয়বান ব্যক্তি যদি শিশুদের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে থানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।







































