
মোঃ একরামুল হক, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-০৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা) আসনে গণ-অধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন মাওঃ সাঈদ আহমদ সাইদুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঘোষিত তালিকায় সিরাজগঞ্জ-০৩ আসনে মাওঃ সাইদুল ইসলামকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়।
মাওলানা সাইদ আহমদ সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ের নেতৃত্ব, নিষ্ঠা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে স্থানীয় তরুণ সমাজের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “৫৪ বছর ধরে দেশে যে একরৈখিক, গতানুগতিক রাজনীতি চলে আসছে, তা ভাঙতে চাই। এলিট শ্রেণির প্রভাবমুক্ত করে রাজনীতিকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। শ্রমশক্তিনির্ভর এই দেশে একজন কৃষকের সন্তান হিসেবে শ্রমিক ও প্রান্তিক মানুষের কথা সংসদে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সিরাজগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আধুনিক ও সমৃদ্ধ একটি এলাকা গড়ে তুলতে চাই। উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, সহজ যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা—সব মিলিয়ে একটি মানবিক ও কল্যাণভিত্তিক সমাজ গঠনই আমার অঙ্গীকার। আপনাদের মূল্যবান ভোটে ট্রাক মার্কায় বিজয়ের সুযোগ পেলে জনসেবাকে জীবনের সম্পদ মনে করে সর্বোচ্চ নিষ্ঠা ও সাহস নিয়ে কাজ করে যাব।”
মাওঃ সাঈদ আহমদ সাইদুল ইসলামের মনোনয়নকে ঘিরে সিরাজগঞ্জ-০৩ আসনে দিন বদলের আশা দেখছেন অনেকেই। তরুণ নেতৃত্ব, পরিচ্ছন্ন ভাবমূর্তির সঙ্গে জনকল্যাণের অঙ্গীকার—সব মিলিয়ে তিনি এখন স্থানীয় রাজনীতিতে পরিবর্তনের এক সম্ভাবনাময় মুখ।#





























