
স্টাফ রিপোর্টার:
হাড়কাঁপানো শৈত্যপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার উষ্ণ বার্তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম।
ইংরেজি নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা প্রশাসনের দেওয়া ৩২টি শীতবস্ত্র (কম্বল) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
প্রচণ্ড শীতে কাঁপতে থাকা হাওর তীরবর্তী মানুষের মুখে এই কম্বল এনে দেয় স্বস্তির হাসি ও বেঁচে থাকার সাহস। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে তাহিরপুর উপজেলা প্রশাসন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান, সহ-সভাপতি দুলাল কান্তি পাল, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, কোষাধ্যক্ষ গণমাধ্যমকর্মী লিমন মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বাদশাহ এবং কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল বলেন,সারাদেশে চলমান শৈত্যপ্রবাহে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। হাওরাঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে দিন কাটান। এই তীব্র শীতে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন,তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক মহোদয়ের আন্তরিক সহযোগিতায় পাওয়া এই কম্বলগুলো প্রকৃত শীতার্তদের হাতে তুলে দিতে পেরেছি। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের হৃদয়বান ও মানবতাবাদী মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য,জেলা প্রশাসনের বরাদ্দকৃত কম্বল তাহিরপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।





























