
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে চারটি অবৈধ হর্ন জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সোনারগাঁও থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অভিযুক্ত যানবাহনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় শব্দদূষণসহ পরিবেশ দূষণকারী যানবাহন ও শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।





























