
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার চন্ডিখালী এলাকা থেকে ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি স্বামী স্ত্রীকে আটক করছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্ডীখালী গ্রামের এলাকার বারেক সর্দারের ছেলে মোঃ জিল্লু (৩৮) ও তার স্ত্রী সাবিনা খাতুন (৩৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্ডিখালী নিজ বাড়ি হইতে স্বামী স্ত্রী দু'জনকে মাদকসহ গ্রেফতার করে এএসআই কালাম ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তাদের হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।





























