
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচির পাশাপাশি সকালে শ্রীপুর শহরের কুমার নদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা রিপোটার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মৃধা নাজমুল আহসান, সহ-সভাপতি পরিমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়, যুগ্ন-সাধারণ সম্পাদক মিয়া বাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক এ.কে.এম ইদ্রিস আলী, সাংবাদিক মুজাহিদ ইসলাম ও মহিতোষ বিশ্বাস প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।




































