
হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি (অপারেশনস্-পূর্ব) মোহাম্মদ আব্দুল মাবুদ।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় উপস্থিত হয়ে থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি থানার অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ও সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ।
এসময় ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং চলমান দায়িত্ব পালনে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তিনি অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের চেকপোস্ট কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবহনের যাত্রী, চালক ও হেলপারদের সঙ্গে কথা বলেন এবং মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের ভূমিকা সম্পর্কে তাদের মতামত শোনেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, এই ধরনের নিয়মিত মাঠপর্যায়ের তদারকি হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করবে, পাশাপাশি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তার আস্থা বাড়াবে।
#আলোকিত সকাল/ফাহাদ







































